Connecting You with the Truth

সাভারে রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবন্ধীদের বিক্ষোভ মিছিল

মশিউর রহমান ও হৃদয় আহম্মেদ সাভার-আশুলিয়া:

রাজধানীর সন্নিকটে সাভারে খানাখন্দে পরিপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক প্রতিবন্ধী ও স্থানীয় জনগণ। গতকাল বুধবার বেলা ১১টায় পৌর এলাকার শিমুলতলা থেকে সিআরপি-আমতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ মিছিলটি প্রথমে সিআরপির প্রধান গেট থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে প্রতিবন্ধীরা বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় শত শত পঙ্গু এবং বিকলাঙ্গ মানুষ আসে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে। কিন্তু সিআরপিতে যাতায়াতের একমাত্র রাস্তাটিতে সারাবছর জলাবদ্ধতা থাকায় হুইল চেয়ারে চলাচল করতে তাদের দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়তই। বিষয়টি সমাধানে স্থানীয় পৌরসভায় একাধিকবার আবেদন করে কোনো সমাধান হয়নি বলে রয়েছে একাধিক অভিযোগ। এসময় অবিলম্বে রাস্তাটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছেন তারা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাভার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, কোষাধক্ষ নুর-এ কামাল রনিসহ অন্যান্যরা।

Comments
Loading...