সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ
আশুলিয়া প্রতিনিধি:
রাজধানীর উপকণ্ঠে সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে দুইটি পোষাক কারখানার শ্রমিকরা। শনিবার সকালে পৌর এলাকার চৌরুঙ্গী সুপার মার্কেটে অবস্থিত এডম গার্মেন্টস শ্রমিক ও আরাপাড়ায় প্রভা টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় প্রবেশের পর কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এতে কারখানা কর্তৃপক্ষ কোন সাড়া না দিলে শ্রমিকরা এক পর্যায়ে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। এডম গার্মেন্টসের শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসের বকেয়া বেতন পরিশোধ না করে দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশের পর তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করে এবং পরে বিক্ষোভ শুরু করে। অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ডিজাইনার জিন্স নামক একটি তৈরি পোষাক কারখানার ভিতরে ভাঙচুর বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধভাবে আন্দোলন করার অভিযোগ এনে কারাখানার ১৩৭ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। কারখানার ভিতরে অবৈধ আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় এদের নামে শুক্রবার রাতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্প-পুলিশ-১ এর পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে যে কোন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।