ফরিদপুরের সালথার বিভাগদি রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৬ বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফর। এসময় আরো উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক সাইফুল ইসলাম ফারুক, আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ সভাপতি আব্দুল আলিম মোল্যা, মর্জিরা বেগম, ইকরামুল করিম প্রমূখ। প্রতিযোগীতার সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইকরামুল হক। পরে বিদ্যালয়ের মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।