সালমানকে ‘উচিত শিক্ষা’ দিতে চায় শিব সেনা
অনলাইন ডেস্ক: সালমান খানবলিউডের শীর্ষ জনপ্রিয় নায়ক সালমান খানকে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে মতামত প্রকাশ করেছে কট্টরপন্থী ভারতীয় রাজনৈতিক সংগঠন শিব সেনা। পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশের প্রতিবাদ জানানোয় তোপের মুখে পড়েছেন সালমান।
শনিবার শিব সেনা নেতা মনীশ কায়ানদে বলেন, ‘সালমানকে উচিত শিক্ষা দেওয়া উচিত। তার যদি পাকিস্তানি শিল্পীদের প্রতি এতই ভালোবাসা, সে নিজেও পাকিস্তান চলে গেলে পারে।’
শিব সেনার আরেক নেতা সুভাষ দেশাই বলেন, ‘শিব সেনার অবস্থান খুব পরিষ্কার। যে রাষ্ট্র আমাদের সঙ্গে শত্রুতা করছে, নিরপরাধ মানুষ মেরে ফেলছে, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে, সে দেশের কোন শিল্পীর সঙ্গে সুসম্পর্ক রাখা আমরা কর্তব্য মনে করি না। এ হচ্ছে দেশপ্রেমের প্রশ্ন, যে কোন দেশপ্রেমিকই এই অনুভূতি বুঝতে সক্ষম।’
এর আগে শুক্রবার সালমান খান গণমাধ্যমকে বলেন, ‘পাকিস্তানি শিল্পীরা কেউ জঙ্গি নন, তারা বৈধ ভিসা নিয়েই এ দেশে আসেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের দীর্ঘমেয়াদী বৈরিতা চরমে ওঠে। এরই প্রেক্ষিতে ভারতীয় চলচ্চিত্র বয়কট করে পাকিস্তানি প্রেক্ষাগৃহগুলো। বিপরীতে, পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন কিছু চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।