Connecting You with the Truth

সালমার-লালনের ভাবনগর

OpKv1276545083
বিনোদন প্রতিবেদক:
ক্লোজআপ তারকা সালমা ফের মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ‘অকুলে ভাসাইয়া দিও না’ শিরোনামের একটি গানের ভিডিও ইতিমধ্যেই নির্মিত হয়েছে। এই গানটির কথা ও সুর করেছেন ওস্তাদ শফি মন্ডল। ভিডিও পরিচালনা করেছেন নাজিম। মিউজিক ভিডিওর জন্য নেয়া গানটি সালমার সর্বশেষ একক ‘স্বপ্ন উড়াইলা’ থেকে নেয়া হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। গানের মিউজিক ভিডিও প্রসঙ্গে সালমা জানালেন, ‘স্বপ্ন উড়াইয়া অ্যালবাম এর গানের ভিডিও করবো আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি।’ এছাড়াও সালমা লালন গানের একটি অ্যালবামের কাজ করছেন। নতুন অ্যালবামে মোট ১০টি লালন সাঁইয়ের গান দিয়ে সাজানো হচ্ছে। অ্যালবামটির নাম ‘সালমার-লালনের ভাবনগর । সঙ্গীতায়োজনের পাশাপাশি অ্যালবামের গানগুলোতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেবেন শফি মন্ডল। বর্তমানে সালমা মিশ্র অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি গীতিকার আসিফ ইকবালের কথায় ‘শোন তোর এক কান/যতদিন আছে জান’ শিরোনামে চট্টগ্রামের ভাষার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এটি ‘নোয়া চাঁটগাইয়া গান’ নামে একটি মিশ্র অ্যালবামে থাকছে বলে জানালেন তিনি।


Comments
Loading...