Connecting You with the Truth

সালাহ উদ্দিনের খোঁজে গাইবান্ধার ব্রহ্মপুত্রের চরে তল্লাশি

salauddinগাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজে আইনশৃখংলা বাহিনীর তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে এখন (রাত সাড়ে ১১ টা) পর্যন্ত তল্লাশি অব্যাহত আছে।
রাত ১১ টায় ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, রাত ৮টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা তাকে ফোন করে জানান খাটিয়ামারির চরে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের লাশ পড়ে আছে, এমন একটি গুঞ্জন উঠেছে। এ খবর পেয়ে তার পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে ইউনিয়নের সীমানায় ব্রহ্মপুত্র নদের সাড়ে সাত কিলোমিটার চরাঞ্চল ও নদের কিনারায় তল্লাশি চালান তিনি। কিন্তু কোন লাশের সন্ধান এ সময় পাননি তারা।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, ব্রক্ষপুত্র নদের চরের মধ্যে একটি লাশ পড়ে আছে। লাশটি নিখোঁজ বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের। এমন গুঞ্জনের ভিত্তিতে পুলিশের একটি দল ফুলছড়ির তিস্তামুখ ঘাট থেকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরের মধ্যে তল্লাশি করেও এখন (রাত ১২ টা) পর্যন্ত কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের লাশ পাওয়া গেছে এমন গুঞ্জনের ভিত্তিতে তার নেতৃত্বে গাইবান্ধা থেকে পুলিশের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর খাটিয়ামারির চরে গিয়ে তল্লাশি করে। কিন্তু এরকম কোন লাশ না পাওয়া গেলে পরবর্তীতে পার্শ্ববর্তী একই উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বেলুয়াবাড়ি, খঞ্চপাড়া, বাগবাড়ি, তালতলার চরসহ বিভিন্ন চরে তল্লাশি অভিযান অব্যহত রেখেছেন।

Comments
Loading...