সায়েন্স ফিকশননির্ভর নাটকে মোশাররফ
বিনোদন প্রতিবেদক:
প্রথমবারের মতো সায়েন্স ফিকশননির্ভর একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘সুপারম্যান’ শিরোনামের এই নাটকটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্না। নাটকটির গল্প মূলত সুপারম্যান চরিত্রটিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে। যেখানে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোনিয়া হোসেনকে। ‘সুপারম্যান’ নাটকটি সম্পর্কে নির্মাতা মাবরুর রশিদ বান্না বলেন, ‘প্রতি ঈদে বেশ কয়েকটি নাটিক নির্মাণ করি। যেগুলোর বেশিরভাগই রোমান্টিক ধাঁচের হয়। তবে এবার দুই একটি নাটক নির্মাণ করছি। যেখানে ভিন্ন স্বাদের গল্প থাকছে। তেমনই একটি নাটক হবে সুপারম্যান।’ সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই নাটকটির নির্মাণ কাজ শুরু হবে, যা আসছে ঈদে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।