Connecting You with the Truth

সিআরসেভেন তিন ম্যাচে নিষিদ্ধ

s-7স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লা লীগায় শনিবার কর্ডোভার বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচেই মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের বিরুদ্ধে চটে যান দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ফলে মাসুলও দিতে হয় সিআরসেভেনকে। লাল কার্ড দেখান রেফারি। এর ফলে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সদ্যই ফিফা ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার কর্ডোভার বিপক্ষে ম্যাচের ৮২ মিনিটে এমন ঘটনার জন্ম। আর তখন ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র ছিল। তবে শেষ পর্যন্ত ২-১ গোলেরজয়
নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী মাঠে হিংসাত্মক কিংবা অসৌজন্যমূলক আচরণের দায়ে ফুটবলারদের নিষেধাজ্ঞার পরিমাণটা বেশিদিনের হতে পারে। সেই হিসেবে রোনালদোর নিষেধাজ্ঞার মেয়াদ তিন ম্যাচও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন রোনালদো। কিন্তু আগামী কয়েকটি ম্যাচ যে তাকে ছাড়াই খেলতে হতে পারে রিয়াল মাদ্রিদকে। তবে রোনালদো ছাড়াও দলটিতে রয়েছে গ্যারেথ বেল, জেমস রদ্রিগুয়েজের মতো তারকা ফুটবলার। যারা রোনালদোর অভাব নাও বুঝতে দিতে পারেন।

Comments
Loading...