Connecting You with the Truth

সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, কাউন্সিলর রুহুল আমীন মোল্লা, শাহ নিজাম, বাবুল মোল্লা, কালিপদ মল্লিক, আবুবক্কর সিদ্দিক, তাজিম বাবু, মতিউর রহমান মতি, আ: ছামাদ বেপারী, এম এ বারি, খন্দকার শাহ আলম, নজরুল ইসলাম ও মনোয়ারা বেগমসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Comments
Loading...