Connecting You with the Truth

সিরাজগঞ্জে এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি লাশ

সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর স্পার বাধ এলাকা থেকে এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে পুলিশ নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে ভেতরে লাশ পায়। এর মধ্যে একটি বস্তায় আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশু ও এক নারীর লাশ ছিল। অন্য বস্তায় ছিল আরেক নারীর লাশ। দুই নারীর বয়স আনুমানিক ৩৫ ও ৫০ বছর। লাশগুলোর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি ওসি।

Comments
Loading...