Connecting You with the Truth

সিরাজগঞ্জে গণপিটুনিতে ২ যুবক নিহত

nihoto pic 2সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে গ্রামবাসীর পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন, যারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। এদের মধ্যে একজনকে পাওয়া গেছে ইট দিয়ে মাথা থেঁতলানো অবস্থায়। অন্যজনের ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনের মধ্যে একজনের নাম মজনু, বয়স ৩৫। তিনি কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে। অন্যজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
এলাকাবাসীর বরাত দিয়ে কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের কাছে কয়েকজন যুবক চাঁদা চাইতে গেলে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও গ্রামবাসী দু’জনকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশ রাতে ওই এলাকায় গিয়ে অনেক খোঁজাখুজির পর ঝাঐল বাজারের কাছে রেললাইনের ওপরে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত লাশ পায়। পিটিয়ে হত্যার পর তার লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। মজনুর লাশ পাওয়া যায় গত কাল সকালে বাজারের মালেক মোড়ের কাছে জঙ্গলের মধ্যে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মাথা থেঁতলানো লাশটি উদ্ধার করে। তার নামে কামারখন্দ থানায় হত্যা এবং যমুনা সেতু পশ্চিমপাড় থানায় একটি ডাকাতির মামলা রয়েছে বলে ওসি বাবুল উদ্দিন জানান। দুটি লাশই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments
Loading...