Connecting You with the Truth

সিরাজগঞ্জ থেকে গৃহবধূ নিখোঁজ হওয়ার একমাস পরে ঢাকা থেকে উদ্ধার

শাহজাদপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে নিখোঁজ হওয়া গৃহবধূ সাথী খাতুন (১৯) দীর্ঘ এক মাস পরে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে উপজেলার বেরাকুচাটিয়া গ্রামের আবুল প্রাং এর কন্যা সাথী খাতুনের সাথে একই উপজেলার বাঘাবাড়ী শাকতোলা গ্রামের ছাকাবার হোসেনের পুত্র শামিম হোসেনের বিবাহ হয়। বিবাহের পর সাথী বাবার বাড়ীতে দীর্ঘদিন থেকে যায়, কিন্তু গত একমাস পূর্বে সাথীর স্বামী শামিম সাথীকে বাড়ী নিয়ে যাবার কথা বলে নিয়ে আসে। তারপর থেকে আর সাথীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে নিখোঁজের পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ পেশ করে। পরে গত বৃহস্পতিবার পুলিশ ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে সাথীকে এক নজর দেখতে শাহজাদপুর থানায় প্রচুর লোক ভিড় করে ।
এ ব্যাপারে থানা পুলিশের কাছে জানতে চাওয়া হলে জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। গৃহবধূ একমাস পরে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments
Loading...