সিরাজদিখানে অজ্ঞাত লাশ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ। গতকাল সোমবার সকালে হাসপাতালের বাড়ান্দায় লাশটি পরে থাকতে দেখা গেছে। তার পড়নে চেকের লুঙ্গি ছিল, গায়ে কিছু ছিল না।
প্রত্যক্ষদর্শী জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা নামক স্থানের মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের পাশে গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে যায়। এমন সময় একটি অটোরিক্সা এলে তাকে পথচারিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রিফাত আরা জানান, পথচারিরা রাত ৯ টায় তাকে হাসপাতালে নিয়ে আসে। তখন রোগীর পালস ঠিক ছিল না। রাত দেড় টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কোন পরিচয় না থাকায় হাসপাতালে আনার পরে এবং মারা যাওয়ার পরও পুলিশকে জানিয়েছি। সকাল ৯ টা এখনো পুলিশ আসেনি। ময়না তদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কোন নেশা বা বিষাক্ত কিছু খেয়েছে অথবা কেউ খাইয়ে দিয়েছে।
সিরাজদিখান থানার এস আই মহসিন জানান, খবর পেয়েছি লাশ মর্গে পাঠানোর জন্য (সোমবার সকাল ৯ টা) এখন যাচ্ছি।