সিরাজদিখানে ইয়াবা ও গাজাসহ আটক ২
রোমান হাওলাদার, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও গাজা সহ দুইজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত কাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় সিরাজদিখান থানাধীন সন্তোষপাড়া এলাকা থেকে দিপঙ্কর দাশ (২২) কে ৫৪ পিছ ইয়াবা সহ আটক করে। সে সন্তোষপাড়া গ্রামের কিরন দাশ এর ছেলে। অপরদিকে সিরাজদিখান থানাধীন বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামের হাবিবুল্লা খন্দকার (৩৫) কে ৫০ গ্রাম গাজা সহ আটক করা হয়। সে আব্দুল মান্নান খন্দকার এর ছেলে।
পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার সন্তোষপাড়া গ্রামের মৃত মহন দাসের ছেলে শনিরাম দাসের বসত বাড়ীর সামনে থেকে ৫৪ পিছ ইয়াবা সহ একজনকে আটক করি এবং একই থানার বয়রাগাদী ইউনিয়নের ভূইরা গ্রামের নেংড়া মার্কেটের সামনে থেকে আরেক জনকে আটক করতে সক্ষম হই। এসময় সন্তোষপাড়ায় তার ৪ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সিরাজদিখান থানার এস আই বাবুল হোসাইন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একজনের কাছ থেকে ৫৪ পিছ ইয়াবা এবং অপর জনের কাছে ৫০ গ্রাম গাজা পাওয়া গেছে। তাদের দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে হাজতে প্রেরন করা হয়েছে।