Connecting You with the Truth

সিরাজদিখানে নকল সরবরাহের দায়ে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান

রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা কেন্দ্রের সচিব ইছাপুরা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে তার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার সিরাজদিখান উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চি করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিগত দিনগুলোতে ইছাপুরা কেন্দ্রে নকল সরবরাহ ও ব্যাপক আকারে বিশৃঙ্খলার অনিয়মের মধ্য দিয়ে পরীক্ষা চলে আসছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসএসসি চলাকালীন সময়ে বাহিরের গেচ বন্ধ করে ভিতর নকল সরবরাহ চলছিল এমন অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ইউএনও রওনক আফরোজ সুমা দ্রুত গতিতে কেন্দ্রে প্রবেশ করিতে গেলে ১০ থেকে ১৫ মিনিট পর গেট খুলে দেয়া হয়। দেরি করার কারণ জানতে চাইলে বলা হয় গেটের চাবি পাওয়া যাচ্ছিলনা। ততক্ষনে হলের পরিবেশ নিয়ন্ত্রনে নিয়ে আসেন কেন্দ্র সচিব। বিষয়টি উপস্থিত সাংবাদিকদের নজরে আসে। রবিবার এডিসি (আইসিটি), মুন্সীগঞ্জ হারুন অর রশিদ ইছাপুরা কেন্দ্র পরিদর্শনে আসিলে দেখতে পায় ২টি রুমে ইছাপুরা স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রকাশ্যে দেখাদেখি করে লিখছে, ইনভিজিলিটরদের পরিচয় পত্র নেই, ইনভিজিলিটরদের নিকট মোবাইল ফোন পাওয়া যায়,প্রকাশে অন্যান্য শিক্ষকদের গালিগালাজ করছেন, পরীক্ষার শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ নান অনিয়ম চলছে ইছাপুরা কেন্দ্রে। সকল বিষয় পর্যালোচনা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেম যে কেন্দ্র সচিব মোহাম্মদ নাসির উদ্দিন কে অব্যাহতি দিয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজ সুমা জানান, আমরা নির্দেশনা পেয়েছি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিচ্ছি।

Comments
Loading...