সিরাজদিখানে বাউল গানে হাজার হাজার নারী পুরুষের ঢল
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে সৈয়দ মোজাম্মেল হোসেন শিক্ষা সহযোগিতা প্রকল্পের আয়োজনে বাউল গান অনুষ্ঠিত হয়। সারারাত অনুষ্ঠানে যার যার দল নিয়ে বাউল গান পরিবেশন করেন, আ: লতিফ সরকার ও কাজল দেওয়ান। বাউল গান উপভোগ করার জন্য হাজারো নারি পুরুষের মিলন মেলা ঘটে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, সৈয়দ সাইফুল ইসলাম যুবরাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিক্রমপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জানে আলম, উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুছ ধীরণ, আ’লীগ নেতা ও রসুনীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইছাপুরা ইউপি সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী, স্কলারশীপে বাংলাদেশে আসা, আমেরিকার নাগরিক ক্যালটেক ইউনিভার্সিটির ছাত্র ড্যানিয়েল, রাইয়ান প্রমুখ।
কেলিফোর্নিয়ার ক্যালটেক ইউনিভার্সিটির ছাত্র ড্যানিয়েল ও রাইয়ান তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, এমন অনুষ্ঠান কখনো দেখিনি, ময়মনসিংহের চেয়ে বিক্রমপুর অনেক আপগ্রেড। এত সময় মানুষ চুপ করে বসে গান শোনে এমনটা আমেরিকাতে কখনো দেখেননি বলেও তারা জানান।