সিরাজদিখানে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

up_election_12457রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ: আগামী ইউপি নির্বাচন ২২ মার্চ অনুষ্ঠিত হবে এতে প্রথম ধাপে সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন যারা- আব্দুল খালেক শিকদার (রশুনিয়া), কাজী কামরুজ্জামান লিপু (ইছাপুরা), মো. কবির হোসেন (বাসাইল), মো. খলিলুর রহমান (লতব্দি), হাজি আমিন উদ্দিন চৌধুরী (বালুচর), মাহমুদুদর রহমান কুট্টি (বয়রাগাদী), আজিজুল হক খান (মালখানগর), আজিম আল রাজি (মধ্যপাড়া), শেখ নাজিম উদ্দিন (জৈনসার) ও মো. আবু তাহের (কোলা)। উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরন এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment