Connect with us

খেলাধুলা

সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ

Published

on

191859স্পোর্টস ডেস্ক:
জয়ের আশা জাগিয়েও হারের বৃত্তে ফিরে যাওয়া বাংলাদেশের সামনে এখন সিরিজ খোয়ানোর শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে ১০ বছরের মধ্যে প্রথম সিরিজ হার এড়াতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে মুশফিকুর রহিমের দলকে। শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এনামুল হক ছাড়া প্রথম ইনিংসে আর কেউ নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। তিনি ছাড়া আরো চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারলেও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। প্রথম ম্যাচে চার উদ্বোধনী ব্যাটসম্যানকে খেলিয়েছিল বাংলাদেশ। এনামুল-তামিমের সঙ্গী ছিলেন শামসুর রহমান ও ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও তাকে বাদ দিয়ে বিশেষজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যানকে চার নম্বরে খেলানো বিস্ময়েরই জন্ম দিয়েছে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাক। একজন স্পিনার খেলানোয় বুধবার মাঠের বাইরেই থাকতে হয় এই বাঁহাতি স্পিনারকে। সাকিবের অনুপস্থিতিতে দলের ভারসাম্য নিয়ে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশকে। চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় একজন বোলারের ঘাটতি ছিল আগের ম্যাচে। কাইরন পোলার্ড আর দিনেশ রামদিনের জুটি ভাঙতে অনিয়মিত স্পিনার নাসির ও শামসুরকে বোলিংয়ে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু সহজ রান দেয়া ছাড়া কিছুই করতে পারেননি তারা। উইকেট না পেলেও সুনিল নারাইনের বলে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। রবি রামপল, জেসন হোল্ডাররাও বেশ পরীক্ষায় ফেলেন অতিথিদের। তবে মূল ক্ষতিটা করেন অধিনায়ক ডোয়াইন ব্র্যাভোই। চলতি বছরে ওয়ানডেতে কোনো জয় নেই বাংলাদেশের। কয়েকটি ম্যাচে জেতার মতো অবস্থানে থেকেও হার এড়াতে পারেনি মুশফিকের দলটি। প্রথম ওয়ানডেতেও ৩৪ রানে প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যানকে বিদায় করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। ব্যাটিংয়ে ভালো শুরুর পর শেষ দিকে খেই হারিয়ে ফেলা বা বোলিংয়ে শুরুতে উইকেট নিলেও শেষে ছন্দ হারিয়ে ফেলা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাংলাদেশ দলের। এর বাইরে আসতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মুশফিক বাহিনীর।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *