খেলাধুলা
সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
জয়ের আশা জাগিয়েও হারের বৃত্তে ফিরে যাওয়া বাংলাদেশের সামনে এখন সিরিজ খোয়ানোর শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে ১০ বছরের মধ্যে প্রথম সিরিজ হার এড়াতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে মুশফিকুর রহিমের দলকে। শুক্রবার গ্রেনাডার সেন্ট জর্জেসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। এনামুল হক ছাড়া প্রথম ইনিংসে আর কেউ নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। তিনি ছাড়া আরো চারজন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারলেও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। প্রথম ম্যাচে চার উদ্বোধনী ব্যাটসম্যানকে খেলিয়েছিল বাংলাদেশ। এনামুল-তামিমের সঙ্গী ছিলেন শামসুর রহমান ও ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও তাকে বাদ দিয়ে বিশেষজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যানকে চার নম্বরে খেলানো বিস্ময়েরই জন্ম দিয়েছে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাক। একজন স্পিনার খেলানোয় বুধবার মাঠের বাইরেই থাকতে হয় এই বাঁহাতি স্পিনারকে। সাকিবের অনুপস্থিতিতে দলের ভারসাম্য নিয়ে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশকে। চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় একজন বোলারের ঘাটতি ছিল আগের ম্যাচে। কাইরন পোলার্ড আর দিনেশ রামদিনের জুটি ভাঙতে অনিয়মিত স্পিনার নাসির ও শামসুরকে বোলিংয়ে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু সহজ রান দেয়া ছাড়া কিছুই করতে পারেননি তারা। উইকেট না পেলেও সুনিল নারাইনের বলে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। রবি রামপল, জেসন হোল্ডাররাও বেশ পরীক্ষায় ফেলেন অতিথিদের। তবে মূল ক্ষতিটা করেন অধিনায়ক ডোয়াইন ব্র্যাভোই। চলতি বছরে ওয়ানডেতে কোনো জয় নেই বাংলাদেশের। কয়েকটি ম্যাচে জেতার মতো অবস্থানে থেকেও হার এড়াতে পারেনি মুশফিকের দলটি। প্রথম ওয়ানডেতেও ৩৪ রানে প্রতিপক্ষের পাঁচ ব্যাটসম্যানকে বিদায় করলেও শেষরক্ষা করতে পারেনি তারা। ব্যাটিংয়ে ভালো শুরুর পর শেষ দিকে খেই হারিয়ে ফেলা বা বোলিংয়ে শুরুতে উইকেট নিলেও শেষে ছন্দ হারিয়ে ফেলা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাংলাদেশ দলের। এর বাইরে আসতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মুশফিক বাহিনীর।
খেলাধুলা
অন্তিম নিদ্রায় শায়িত ফুটবল সম্রাট পেলে
Highlights
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, টিকিট পাওয়া যাবে বুধবার থেকে
Highlights
ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলে আর নেই
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস