আন্তর্জাতিক

সিরিয়আয় শেইতাত উপজাতির ৭০০ জনকে হত্যা

Published

on


শনিবার সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থা এসওএইচআর জানায়, দেশটির দেইর আল জোর প্রদেশের আল শেইতাত উপজাতি অধ্যুষিত কয়েকটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায় আইএস।

এসওএইচআর’র পর্যবেক্ষক রামি আবদেল রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম‍গুলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রায় সবাই আল শেইতাত উপজাতিভুক্ত। অনেককেই আটক করে দোষী সাব্যস্ত করে হত্যা করা হয়েছে। 

গত জুলাইয়ে ওই অঞ্চলে দু‘টি তেল খনির দখল নিয়ে আল শেইতাত উপজাতির সঙ্গে আইএসের জঙ্গিদের দ্বন্দ্ব শুরু হয়। এরপর থেকেই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।  

এদিকে এক ভিডিও বার্তায় উপজাতীয়দের যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আল শেইতাত প্রধান শেখ রাফা আকলা আল রাজু। 

ভিডিও বার্তায় অন্য উপজাতিভুক্ত লোকদেরও আইএস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলকে আমাদের সঙ্গে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আগামীতে অন্য উপজাতিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version