সিরিয়ার বিমানঘাঁটি দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) ; লড়াইয়ে নিহত ৫ শতাধিক
সিরিয়ার সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। আর এই দখলকে কেন্দ্র করে লড়াইয়ে ৫ শতাধিক যোদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স ও বিবিসি।
সিরিয়ার রাক্কা প্রদেশের এই তাবকা বিমানঘাঁটিটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সরকারি বাহিনীর শেষ শক্তিকেন্দ্র ছিল। এই ঘাঁটিটি থেকে এই অঞ্চলের বিদ্রোহী অবস্থানের উপর বিমান হামলা চালাত সরকারি বাহিনী।
সরকারি বাহিনী ঘাঁটিটি “ত্যাগ” করেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে।
ঘাঁটিটির দখল নিয়ে কয়েকদিন ধরে চলা লড়াইয়ে দুপক্ষের কয়েকশত যোদ্ধা নিহত হয়েছেন বলে প্রকাশিত খবরে জানা গেছে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার জানিয়েছে, বিমান ঘাঁটিটির দখলকে কেন্দ্র করে লড়াইয়ে ৫ শতাধিক যোদ্ধার মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ইসলামিক স্টেটের অন্ততপক্ষে ৩৪৬ জন যোদ্ধা ও সিরিয়ার সরকারি বাহিনীর ১৭০ জনেরও বেশি সদস্য রয়েছেন বলে অবজারভেটরি জানিয়েছে।
জাতিসংঘের হিসাব মতে, তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এপ্রিল পর্যন্ত ১,৯১,০০০ জন নিহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে আইএস এর জঙ্গিরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে।
উত্তর ইরাকে আইএস’র অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সীমিত পর্যায়ে বিমান হামলা চালালেও সিরিয়ায় গোষ্ঠীটির অবস্থানের ওপর বিমান হামলা চালাচ্ছে না।