Connecting You with the Truth

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৪৩

MSF143428আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দামেস্ক ও হোমস শহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির বার্তা সংস্থা সানা জানিয়েছে, রবিবার রাজধানী দামেস্ক-এর অদূরে হজরত মোহাম্মদ (সঃ) এর দৌহিত্রী ও আলীর কন্যা সাঈদা জেইনব এর মাজারে হামলায় ৮৩ জন নিহত ও ১৭৮ জন আহত হয়েছেন। শিয়া সম্প্রদায়ের কাছে যায়গাটি পবিত্র বলে বিবেচিত হয়। গত জানুয়ারি মাসের শেষ দিকে ওই একই স্থানে আইএসের হামলায় ৭০ জন নিহত হয়েছিলেন।

আল জাজিরা জানিয়েছে, শহর দুটিতে একাধিক বোমা হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দামেস্কে ৬৩ জন ও হোমসে ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তবে নিহতের সংখ্যা ৬৩ বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটি।

হোমস শহরটি সরকারের নিয়ন্ত্রণে থাকলেও এখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত মাসেই আইএসের হামলায় সেখানে ২২ জন নিহত হয়েছিলেন। বিবিসি।

Comments
Loading...