Connecting You with the Truth

সিরিয়ায় পনবন্দি উদ্ধারে ব্যর্থতার কথা স্বীকার পেন্টাগনের

সাংবাদিক জেমস ফোলি
সাংবাদিক জেমস ফোলি

সিরিয়ায় সম্প্রতি আইএসআইএলের হাতে আটক সাংবাদিক জেমস ফোলিসহ কয়েকজন মার্কিন পণবন্দি উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়েছে।

পণবন্দি উদ্ধারের জন্য বিমান ও স্থল অভিযান চালানো হয়েছিল। ফোলিকে হত্যার ভিডিও প্রকাশের পর পণবন্দি উদ্ধারে শোচনীয় ব্যর্থতার কথা স্বীকার করেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি।

২০১২ সালের নভেম্বরে বন্দুকধারীরা সিরিয়া থেকে জেমস ফোলিকে অপহরণ করে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যার পৈশাচিক ভিডিও প্রকাশ করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।

রিয়ার অ্যাডমিরাল জন ক্রিবি বলেন, পণবন্দি উদ্ধারের লক্ষ্যে আইএসআইএলের বিরুদ্ধে বিমান ও স্থল অভিযান চালানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট স্থানে পণবন্দিরা ছিল না বলে উদ্ধার অভিযান ব্যর্থ হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাস বিরোধী শীর্ষ সহযোগী লিসা মোনাকো জানান, ওবামা এ অভিযানের অনুমোদন দিয়েছিলেন।’

অভিযান চালানোর জন্য চলতি গ্রীষ্মের গোড়ার দিকে মার্কিন বিশেষ বাহিনীর কয়েক ডজন সেনাকে বিমান থেকে সিরিয়ায় নামিয়ে দেয়া হয়।

মার্কিন সেনাদের সঙ্গে আইএসআইএল বাহিনীর প্রচণ্ড লড়াই হলেও এতে কোনো সেনা হতাহত হয়নি। অবশ্য আইএসআইএলের হাতে আটক পণবন্দির সংখ্যা এ খবরে উল্লেখ করা হয়নি।

Comments
Loading...