সিরিয়ায় সংঘর্ষে ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ নিহত
সিরিয়ায় এপ্রিল পর্যন্ত সংঘর্ষে ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান নাভি পিল্লাই।
তবে তিনি বলেন, নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। সিরিয়া ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অসাঢ়তারও সমালোচনা করেন তিনি।
জাতিসংঘ এক বছর আগে সিরিয়ায় নিহতের যে পরিসংখ্যান দিয়েছিল এ সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।
সিরিয়ার বিরোধীদলগুলো তিনবছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তবে সম্প্রতি কয়েকমাসে তারা লড়াইয়ে পরাজিত হচ্ছে।
৪ টি ভিন্ন পর্যবেক্ষণ দল এবং সিরিয়া সরকারের কাছ থেকে তথ্য নিয়ে এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। এটি পরে যাচাই করে দেখা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার পিল্লাই বলেন, দুঃখজনক ব্যাপার হল সিরিয়ায় সংঘর্ষের প্রথম তিন বছরে নিহতের যে পরিসংখ্যান দেয়া হয়েছে তা প্রকৃত মৃতের সংখ্যার চেয়ে খুব সম্ভবত কম।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কারণে সিরিয়ায় হত্যাকারী, ধ্বংসযজ্ঞকারী এবং নিপীড়করা সোৎসাহে অপকর্ম করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়ার দামেস্কে সবচেয়ে বেশি নিহতের সংখ্যা ৩৯,৩৯৩ উল্লেখ করা হয়েছে। এরপরই বেশি মানুষ নিহত হয়েছে আলেপ্পোয় ৩১ হাজার ৯৩২ জন।