সিরিয়ায় সরকারি বিমান হামলায় ১৬ শিশু সহ ৪২ জন নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সরকারি বিমান হামলায় ১৬ শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছে।
দেশটির মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র উদ্ধৃতি দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এসওএইচআর’র কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়, রোববার বিকেল ও সন্ধ্যায় ইদলিবের সারাকিব শহরের বাইরে কয়েক দফা হামলায় ৬ শিশুসহ ১৯ জন নিহত হয়। একইসময়ে ইহসিম শহরে একাধিক দফা হামলায় ১০ শিশুসহ আরও ২৩ জন নিহত হয়।
রাজধানী ইদলিব শহর ছাড়া প্রদেশটির বেশিরভাগ অঞ্চলই বিদ্রোহীদের দখলে।
পর্যবেক্ষক সংস্থাটি জানায়, সরকারি হামলা থেকে বাঁচতে সারাকিবের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
অপরদিকে, ইহসিমের একটি বাড়িতে লক্ষ্য করে চালানো হয় দিনের দ্বিতীয় বৃহৎ প্রাণঘাতী হামলা। ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এই হামলার পর ধসে পড়া ভবন থেকে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন।