Connecting You with the Truth

সিরি আ’তে গোল বন্যায় দুই মিলানের জয়

s-4
স্পোর্টস ডেস্ক:
গোল উৎসবের দিনে সিরি আ’তে জয় পেয়েছে এসি মিলান ও ইন্টার মিলান। ৫-৪ গোলে পারমাকে হারিয়েছে এসি মিলান। আর দিনের অপর খেলায় ৭-০ গোলে সাসোউলোকে হারিয়েছে ইন্টার মিলান। পারমার ঘরের মাঠে মোট গোল হয়েছে নয়টি। যার ৫টি দিয়েছে অতিথি হিসেবে খেলতে যাওয়া এসি মিলান। ম্যাচের প্রথম গোল হয় ২৫ মিনিটে। গোলটি করেন মিলানের বোনাভেনচুরা। এর দুই মিনিট পরে স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন পারমার ক্যাসানো। আবার ৩৭ মিনিটে এগিয়ে যায় মিলান। এবারে গোলদাতা হোন্ডা। মিলানের হয়ে জোড়া গোল করেছেন মেনেজ। ম্যাচের ৪৫ মিনিট ও ৭৯ মিনিটে গোল দুটি করেন তিনি। আর ৫১ মিনিটে পারমার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেলিপে। মিলানের হয়ে চতুর্থ গোল আসে এন ডি জংয়ের পা থেকে। আর পারমার হয়ে চতুর্থ গোল আসে এসি মিলানের ডি স্কিগলোর ৮৯ মিনিটে আÍঘাতী গোলের ফলে। তবে, ম্যাচ শেষে ৫-৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান। দিনের অপর ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে ইন্টার মিলান। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী তরুন স্ট্রাইকার মাউরো ইকার্ডি। ম্যাচের ৪, ৩০ ও ৫৩ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইকার্ডি। এছাড়া ঘরের মাঠে ৪৩ ও ৭২ মিনিটে জোড়া গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার দানিয়েল অসভালদো। বাকি গোল দুটি করেন কোভাচিচ এবং গুয়ারিন। এদিকে জয় পেয়েছে রোমা। সেপের একমাত্র গোলে রোমা হারিয়েছে এমপোলিকে। আর চিয়েভোর কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে বসেছে নাপোলি। ল্যাজিও ৩-০ গোলে হারিয়েছে সিসেনাকে।

Comments
Loading...