Connecting You with the Truth

সিলেটে বিএনপি অভিনব ফটোসেশন করলো খালেদা জিয়ার জন্মদিনে

নাঈমুর রহমান নাঈম, সিলেট:
টেবিলে ওপরে রাখা এক থেকে দেড় পাউন্ডের একটি কেক। এই কেক ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ২০/৩০ জন। যাদের সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এরপর শুরু হলো ফটো সেশন। এই একটি মাত্র কেক সামনে রেখে পৃথকভাবে ছবি তোলা হলো বিএনপি ও অঙ্গ সংগঠনের তিনটি ব্যানারে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত ছবিতে ‘কেক কাটার’ ফটোসেশনের এমন দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএনপি অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন নেতাকর্মী ও সমর্থক জড়ো হন বিএনপির এক নেতার ব্যক্তিগত অফিসে। ওই অফিসেই ছোট একটি কেক সামনে রেখে ফটোসেশন হয় দলের বিভিন্ন ব্যানারে। এরপর রাতেই ছবিগুলো পাঠানো হয় গণমাধ্যমে। স্থান পায় ফেইসবুকেও।
এখানেই শেষ নয়, বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন একইভাবে ফটোসেশনে পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।

Comments
Loading...