সিলেট নগরীর পাঠানটুলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নাঈমুর রহমান নাঈম, সিলেট:
সিলেট নগরীর পাঠানটুলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সৈয়দ আমজাদুল হক (২৫)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার সৈয়দ মুজিবুল হকের ছেলে। পেশায় সে ইলেকট্রিক মিস্ত্রি। গতকাল বুধবার সকাল ১১টায় পাঠানটুলাস্থ আহাদ ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই বাসায় ভাড়া থাকত। সৈয়দ আমজাদুল হকের বোন জামাই সারওয়ার হোসেন জানান- আহাদ ভিলার দ্বিতীয় তলায় তার একটি কোচিং সেন্টার রয়েছে। ওই কোচিং সেন্টারের পাশের একটি রুমে আমজাদুল থাকত। গতকাল বুধবার সকাল ৯টায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারে পড়তে এসে আমজাদুলের ঝুলন্ত লাশ দেখে তাকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সারওয়ার আরও জানান, গ্রামের বাড়ি নোয়াখালীতে থাকার সময়ও আমজাদুল আরও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল। সিলেটে আসার পর সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। সে গলায় ইলেকট্রিকের তার জড়িয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
কোতোয়ালী থানার এসআই কবীর সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমজাদুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।