সীতাকুন্ড থানায় পদক অর্জনকারী পুলিশ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়

ht r
বাংলাদেশ পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসয়িকতা) সম্মানে ভুষিত হওয়ায় গত ২৬ শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নিকট থেকে সম্মাননা পদক গ্রহন করেন মো. ইফতেখার হাসান, (পি.পি.এম) ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সীতাকুন্ড থানা ও এস আই মো. মোজাম্মেল হক (পি.পি.এম) । সম্মানে ভুষিত হওয়ায় হেযবুত তওহীদ আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানান জেলা আমির নজরুল ইসলাম সবুজ ও দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মো. রবিউল ইসলাম। ছবিতে (ডান থেকে) হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমীর মো. নজরুল ইসলাম সবুজ, এস আই মো. মোজাম্মেল হক (পি.পি.এম), অফিসার ইনচার্জ মো. ইফতেখার হাসান (পি.পি.এম)। ছবি: রবিউল ইসলাম।
Comments (0)
Add Comment