Connecting You with the Truth

সুইডেনের সর্বোচ্চ রেকর্ড ভাঙলেন ইব্রাহিমোভিচ

s-8
স্পোর্টস ডেস্ক:
সুইডেনের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন জ¬াতান ইব্রাহিমোভিচের দখলে। বৃহস্পতিবার এস্তোনিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য রেকর্ডের মালিক হলেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ¯ে¢ন রিডেল। ৮২ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে সুইডেনকে প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে জয় এনে দিলেন ইব্রা। ¯ে¢ন রিডেল দেশের হয়ে গোল করেছিলেন ৪৯ টি। আর এদিন পেরিস সেইন্ট জার্মেই স্ট্রাইকার ম্যাচের তিন মিনিটের সময়ই গোল করে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন। আর ম্যাচের ২০ মিনিটের সময় দ্বিতীয় গোল করে পূর্বসূরিকে ছাড়িয়ে যান ৩২ বছর বয়সী এই সুইডিশ তারকা। রেকর্ড গড়ার পর উত্তেজনায় জার্সি খুলে ফেলেন তিনি। আর এতে তাকে দেখতে হয়েছে হলুদ কার্ড। তবে তার আগেই দলের জয় নিশ্চিত করে ফেলেন তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৯ ম্যাচ খেলে গোলের অর্ধশতক পূর্ণ করার অনন্য এই কীর্তি গড়লেন সুইডিশ গোল মেশিন ইব্রাহিমোভিচ।


Comments
Loading...