সুনামগঞ্জ সদর হাসপাতালে জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম কর্তৃক তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর হাসপাতালে সাড়ে ৫ কোটি টাকার এক প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং কাজ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃক বিল তুলে নেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশের পর সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম এর পক্ষ হতে সভাপতি অধ্যক্ষ মো. শেলগুল আহমদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় মতবিনিময় এর মাধ্যমে সেবা গ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও দাবি-দাওয়া তুলে ধরে। ইতোমধ্যে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণপূর্ত বিভাগ কর্তৃক দরপত্রকৃত ৫ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় জেলার সহস্র সেবা গ্রহীতারা স্বাস্থ্য সেবার মানোন্নয়নের প্রতিক্ষায় ছিলেন। কিন্তু বর্তমানে উক্ত কাজে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। উপরন্তু সঠিকভাবে কাজ না হওয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য সেবা গ্রহীতা ফোরাম মনে করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মতো একটি মৌলিক অধিকার নিয়ে এমন ছিনিমিনি খেলে ঠিকাদাররা সুনামগঞ্জ বাসীর সাথে বেঈমানি করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দ্রুত ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে সংগঠনটি। (প্রেস বিজ্ঞপ্তি)