জাতীয়
‘সুফিরা বিপ্লবী হলে গদি টিকবে না’
চট্টগ্রাম প্রতিনিধি:
টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘির মাঠে প্রতিবাদ সমাবেশ করবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সুন্নীভিত্তিক সংগঠনটি এ ঘোষণা দেয়।
সংগঠনটির নেতারা কর্মসূচিটিকে ‘মহাপ্রতিবাদ সমাবেশ’ আখ্যা দিয়ে বলেন, হত্যকাণ্ডের পর থেকে এখনো পর্যন্ত লক্ষণীয় কোন অগ্রগতি না থাকায় লালদীঘির মাঠ থেকে চট্টগ্রামসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। লালদীঘির সমাবেশে আহলে সুন্নাত ছাড়াও ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও দেশের সুন্নী জনতা অংশ নেবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহলে সুন্নাতের কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, “ফারুকীর খুনিদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবিতে বুধবার রাত থেকে সুন্নী জনতা রাস্তায় আছে। এরপরও এ হত্যাকাণ্ডে চোখে পড়ার মতো অগ্রগতি নেই।” “তদন্তকারী সংস্থার ঊর্ধ্বতন ব্যক্তিদের সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে হতাশার সুরই শোনা গেল। কিছুদিন পর্যন্ত তদন্ত তদন্ত খেলা চালিয়ে আইওয়াশ করে এই হত্যাকাণ্ডের বিচারও হবে না। সেটা হতে দেয়া হবে না।” সুফি-দরবেশরা বিপ্লবী হয়ে উঠলে গদি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলেও হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, মোহাম্মদ সৈয়দ মশিউদদৌলা, মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুস সামাদ, নুরুল ইসলাম জেহাদী।
Highlights
ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
Highlights
‘দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে উগ্রবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস