Connecting You with the Truth

সুস্থ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই- পঞ্চানন বিশ্বাস এমপি

দাকোপ প্রতিনিধি, খুলনা:

খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেছেন, সুস্থ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একজন যোগ্য খেলোয়াড় একটি দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে। যে কারণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দাকোপে উপজেলা পর্যায়ে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাকোপ উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সুভদ্রা সরকার, সুপ্রীমকোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল এ্যাড. শশাঙ্ক শেখর সরকার, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, দাকোপ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পঞ্চানন মণ্ডল প্রমুখ। ফাইনালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উভয় খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় বঙ্গবন্ধু কাপে টাইব্রেকারে খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে হারায় জয়নগরকে এবং বঙ্গমাতা কাপে বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলের ব্যবধানে বটবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এর আগে প্রধান অতিথি পঞ্চানন বিশ্বাস এবং উপজেলা চেযারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ সকালে দাকোপে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে আয়োজিত পৃথক একটি র‌্যালি ও আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Comments
Loading...