সুস্থ হয়ে মাঠে ফিরছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক:
পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন এ সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরছেন। এর আগে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে দলের বাইরে ছিলেন সি আর সেভেন। সম্প্রতি ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা রোনালদো জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। তবে খুব দ্রুত মাঠে ফেরার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই ইউরোপ সেরা তারকা। রোনালদো বলেন, ‘আমি নিজেকে সুস্থ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি গতকাল দৌড়েছিলাম। আর আমি নিশ্চিত এক সপ্তাহের মধ্যে আমি শতভাগ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারব।’ এ মৌসুমের শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হারে লা গ্যালাকটিকোরা। আর শেষ ম্যাচেও সোসিয়েদাদের কাছে হার। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘এটা একটা অদ্ভুদ খেলা ছিল। আমরা প্রথম ১৫ মিনিটেই ২-০ তে এগিয়ে যাই। তবে ম্যাচ শেষে আমাদের হারতে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। আর আমাদের শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। আমার মনে হয় ওই ম্যাচে আমরা নিজেদের শতভাগ দেইনি। তাই ম্যাচ শেষে আমাদের মূল্য দিতে হয়েছে।’