Connecting You with the Truth

সেই ‘নো’ বল নিয়ে আইসিসি’র বিবৃতি

1426848097 নিজস্ব প্রতিনিধি:  অবশেষে কোয়ার্টার-ফাইনালের ‘বাংলাদেশ-ভারত’ ম্যাচে বিতর্কিত ‘নো’ বল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে (আইসিসি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা । প্রতিক্রিয়ায় দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডকেই সমর্থন জানিয়েছে সংস্থাটি।
আইসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডস প্রতিক্রিয়ার বিবৃতিতে ক্রিকেট খেলার ‘স্পিরিট’র প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘নো’ বলের সিদ্ধান্তটি পঞ্চাশ-পঞ্চাশ ছিল। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এটাকে অবশ্যই সমীহ করতে হবে।
বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ উদ্দেশ্য নিয়ে আম্পায়ারদের মাঠে নামার অভিযোগ নাকচ করে দিয়ে রিচার্ডসন সবাইকে ২০১৫ বিশ্বকাপ’র শেষ ভাগটা উপভোগ করার আহ্বান জানান।
Comments
Loading...