সেনবাগে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকের বাড়ীতে অভিযান চালিয়ে জামায়াত-শবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ইউনিয়নের মটবী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাঈন উদ্দিনসহ ১৪ জন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই বাড়িতে গোপনে বৈঠক করছে এ খবর তারা জানতে পারেন। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।