খেলাধুলা

সেন্ট কিটসে ড্যারেন ব্র্যাভো-রামদিন জুটি রেকর্ড বুকে

Published

on


স্পোর্টস ডেস্ক:
সেন্ট কিটসে ড্যারেন ব্র্যাভো-দিনেশ রামদিনের ২৫৮ রানের জুটি রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ২৫৮ রান করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সোমবার রাতে। ভেঙে দিয়েছেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের গড়া আগের ২৩৮ রানের রেকর্ডটি। ব্র্যাভো খেলেছেন ১২৭ বলে ১২৪ রানের ইনিংস। এতে ৭টি বাউন্ডারি আর ৮টি ছক্কার মার ছিল। রামদিন সাজঘরে ফেরার আগে ১২১ বলে ১৬৯ রান করেছেন। বাউন্ডারি মেরেছেন ৮টি। ছক্কা মেরেছেন ১১টি। দু’জনে মিলে জুটি বেঁধে যোগ করেছেন ২৫৮ রান, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। ২০১৩ সালের ১৭ মার্চ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ২৩৮ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটসম্যান। ব্র্যাভো ও রামদিনের যোগ করা ২৫৮ রান ওয়ানডে ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে সংগৃহীত রানের রেকর্ডে যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে। ভারতের সৌরভ গাক্সগুলি ও শচিন টেন্ডুলকারেরও ২৫৮ রানের একটি পার্টনারশিপ রয়েছে। যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৯ সালের ৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৩১ রান করেছিলেন এই দুই ভারতীয় ব্যাটসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version