Connecting You with the Truth

সেন্ট কিটস ও নেভিসের প্রস্তুতি ম্যাচের ড্র

s-8
স্পোর্টস ডেস্ক:
সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৭৭ রান টপকে ২২ রানের লিড নেয় স্বাগতিকরা। শেষ দিনে চন্দরপলদের অল-আউট করে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে অতিথিরা। এর আগে দ্বিতীয় দিন শেষে আগের দিনের ৩৩০ রানের সঙ্গে আরো ৪৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। জবাবে স্বাগতিকরা দিন শেষে চার উইকেট হারিয়ে করেছিল ২৩২ রান। ওপেনার জেফারসসের পর শতক হাঁকান চন্দরপল। ৩১৫ বলে ২০ চার আর ২ ছয়ে চন্দরপল করেন ১৮৩ রান। ১২৭ ওভার থেকে ৩৯৯ রান তুলে অল-আউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও শুভাগত হোম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং প্রাকটিসটা বেশ ভালই করে নিয়েছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও শামসুর রহমান। তামিম ৪৩ ও শামসুর ৪৬ রান করে ইচ্ছাকৃত অবসরে যান। ৩৬ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে ইমরুল ও আনামুলের উইকেট খুঁইয়ে ১৪৮ রান করতেই ড্র হয়ে যায় ম্যাচটি। ৫ সেপ্টেম্বর কিংসটনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে।

Comments
Loading...