সেপ্টেম্বরে আসছে অফিস ২০১৬
২২ সেপ্টেম্বর বাজারে আসছে মাইক্রোসফট অফিস ২০১৬ । তবে নতুন ভার্সন খুব বেশি একটা চমক নেই। নতুন অফিসে রঙিন থিম ব্যবহার করা হয়েছে। অফিস ২০১৬ ডেস্টটপের পাশাপাশি ম্যাক, আইওএস এবং অ্যানড্রয়েডেও চলবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফট ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অফিস ২০১৬ বাজারে ছাড়তে যাচ্ছে।
নতুন সংস্করণের জন্য রঙিন থিম ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট খোলাসা করে কিছু জানায়নি। মাইক্রোসফট নতুন সংস্করণে আউটলুক সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ, ফুটপ্রিন্ট এবং ই-মেইল পরিষেবা উন্নত করেছে। ওয়াড, এক্সেলে ছবি যুক্ত করার বিষয়টিও আগের ভার্সনের চেয়ে উন্নততর হয়েছে।
বাংলাদেেশেরপত্র/এডি/আর