Connecting You with the Truth

সেমিতে ওজনিয়াকি

s-11
স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনের মহিলা এককে সেমিফাইনালে ওঠেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এদিন তিনি ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন ইতালির টেনিস তারকা সারা ইরানিকে। এজন্য তাকে লড়াই করতে হয়ে ৬৫ মিনিট। সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ক্যারোলিন ওজনিয়াকির। সম্প্রতিই তার সাবেক বয়ফ্রেন্ড গলফ তারকা ররি ম্যাকলরয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে। তাইে মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে দারুণ উচ্ছ্বাসিত ওজনিয়াকি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নাম্বার ওজনিয়াকি সেমিফাইনালে লড়বেন চীনের পেং শুআইয়ের বিপক্ষে। সুইস টিনএজার বেলিন্ডা বেনসিচকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওঠেছেন গ্ল্যান্ড স্লামের সেমিফাইনালে।

Comments
Loading...