Connecting You with the Truth

ভারত সন্ত্রাসের মিথ্যা অভিযোগ আনছে: পাকিস্তান

indo-pak

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসের মিথ্যা অভিযোগ আনছে ভারত। এমনটাই মত পাকিস্তানের। বৃহস্পতিবার ভারতের দিকে আঙুল তুলে বলা হল, ভারতের এই মিথ্যা অভিযোগের জেরে বাধা পাচ্ছে সন্ত্রাস দমনের কাজ। যৌথ উদ্যোগে সন্ত্রাস ব্যহত করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে কাজি পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র কাজি খালিলুল্লাহ বলেন, ‘সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের নয় গোটা বিশ্বের সমস্যা, পাকিস্তানেরও। পাকিস্তানের বিরুদ্ধে তোলা সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের এই ধরনের অভিযোগ থেকে বিরত থাকা উচিৎ। এর ফলে যৌথ উদ্যোগে সন্ত্রাস দমনের কাজে বাধা আসছে। ভারত-পাকিস্তান বিদেশ সচিব পর্যায়ের বৈঠক নিয়ে দু দেশের মধ্যে এখনও কোনও কথা হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

পাঠানকোট হামলায় অভিযুক্ত জয়েশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের কাছে আবেদন জানায় ভারত। তদন্তের জন্য ভারতেও আসে পাকিস্তানি গোয়েন্দারা।

Comments
Loading...