Connecting You with the Truth

সৈয়দপুরে সরকারি গাছ কর্তন, আটক ১

সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:

সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসের পিছনের সরকারি গাছ কর্তনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ২৪ আগস্ট রবিবার সকাল আনুমানিক ৯ টার সময় সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসের পিছন ভাই ভাই নার্সারির মালিক ইয়াকুব ও মিজান ১টি মেহগনি সরকারি গাছ কেটে সরিয়ে ফেলার চেষ্টা চালায়। এ সময় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের হস্তক্ষেপে গাছটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। এসময় মিজান পালিয়ে গেলেও মৃত মজিদের ছেলে ইয়াকুবকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ।

সূত্রটি জানায়, ইয়াকুব ও মিজান ই-৫০২ নং ও পার্শ্ববর্তী কোয়ার্টারের সামনের ফাঁকা জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে নার্সারির ব্যবসা করে আসছে। কোয়ার্টার দু’টির বসবাসরত কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে জায়গাটি নেয়। ঘটনার দিন রিপোর্টার্স ইউনিটির অফিসের পিছনের ১টি মেহগনি গাছ কাটতে থাকে দুই সহোদর। ঐ সময় অফিসের সাংবাদিকদের এলাকাবাসী ফোনে খবর দিলে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে মিজানের বাড়ির ভেতরে গাছটি দেখতে পায়। মিজান ও ইয়াকুব সাংবাদিকদের ছবি তুলতে বাধা প্রদান করে এবং দম্ভোক্তির সাথে বলে তাদের কেউ কিছুই করতে পারবে না। রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা জিআরপি ও বেঙ্গল থানায় খবর দিলে সাজু ওসি জিআরপি ও মো. ইসমাইল ওসি সৈয়দপুর থানা, এস আই আসাদ, এএসআই এরশাদ, মহির হাবিলদার বাঙ্গালীপুর ফাড়িসহ সঙ্গিয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিজানের বাড়ি থেকে গাছের তিনটি খণ্ডে গাছটি উদ্ধার করে।

এ ব্যাপারে থানায় রেলওয়ে কর্তৃপক্ষ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Comments
Loading...