সৈয়দ সঈদ উদ্দীন কলেজে শোক দিবস পালন
মো. মহিবুর রহমান চৌধুরী, মাধবপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে সৈয়দ সঈদউদ্দীন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। দিবসের শুরুতে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ কর্তৃক মিলাদ মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক বাবু পংকজ কুমার রায়, সাফায়েতুল ইসলাম, আলী মিজান, প্রভাষক হুমায়ুন কবির, মনোয়ার হোসেন প্রমুখ।