Connecting You with the Truth

সোনাইমুড়িতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফকে (৩০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের বারুল এলাকার একটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত আরিফ আমিশাপাড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার পথে আমিশাপাড়া ইউনিয়নের বারুল এলাকার একটি ব্রিজের পাশে দুর্বৃত্তরা আরিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। নিহত আরিফ আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ।

Comments
Loading...