সোনারগাঁয়ে মসজিদে ঢুকে ২ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদে ঢুকে দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন হান্নান মোল্লা (২৫) ও মাজাহরুল ইসলাম ওরফে মাকারুল (৪০)।
গতকাল রোববার রাতে এশার নামাজের শেষে সোনাগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে পশ্চিম পিরোজপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত হান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম পিরোজপুর জামে মসজিদে এশার নামাজ শেষে একই এলাকার সন্ত্রাসী নেয়ামতউল্লাহর নেতৃত্বে হুমায়ন, জাহাঙ্গীর, আলমগীর, মান্নান, মোক্তারসহ প্রায় ২০/২৫ জনের একটি দল মসজিদের ভেতর প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাকারুল ও হান্নানকে কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কাদের জানান, মসজিদের সামনে হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।