Connecting You with the Truth

সোনার খনি থেকে উদ্ধার পেল আটকে পড়া শ্রমিকরা

necara_1bg_598621889নিকারাগুয়ার সোনার খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করাা হয়েছে।

প্রবল বৃষ্টিতে ভূমিধসের ফলে রাজধানী মানাগুয়া থেকে ২৬০ কিলোমিটার উত্তরপশ্চিমের শহর বোনানজার এই সোন খনিতে ২৫ শ্রমিক আটকা পড়েন। 

২৪ ঘণ্টা পর শনিবার তাদের ২০ জনকে উদ্ধার করা হয় বলে জানান দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস নাজ্জার। খবর: বিবিসি, এএফপি

তবে তিনি বলেন, এখনো পাঁচ জন শ্যমিক নিখোঁজ আছেন। আমাদের বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করা যাবে। 

এদিকে দেশটির রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র রোজারিও মোরিল্ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে, আমরা ২০টি প্রাণ রক্ষা করতে পেরেছি। 

বোনানজার এলা কোমাল স্বর্ণ খনিটি ১৯৯৫ সাল থেকে কাজ শুরু করে। এটির মালিকানা রয়েছে কলম্বিয়ার একটি কোম্পানির হাতে।

Comments
Loading...