সোনা চোরাচালানীদের নিত্যনতুন কৌশল গাড়ির যন্ত্রাংশে মিলল সাড়ে ৪ কেজি সোনা
স্টাফ রিপোর্টার:
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আনা গাড়ির যন্ত্রাংশের ভিতর থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ। গত কাল দুপুরে এসব সোনা উদ্ধার করা হয় বলে শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মাদ জিয়াউদ্দিন জানান। তিনি বলেন, বিমানবন্দরের আন্তর্জাতিক পোস্ট অফিসে গাড়ির রেডিয়েটর স্ক্যান করে তার ভিতরে ৪০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন সাড়ে চার কেজি, যার আনুমানিক বাজার মূল্য সোয়া দুই কোটি টাকা বলে জানান শুল্ক বিভাগের এই কর্মকর্তা। ওই রেডিয়েটর দুবাই থেকে আনা হয়েছে। ‘নূর ইলেক্ট্রনিকস’ নামে একটি প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে প্রাপকের জায়গায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শুল্ক কর্মকর্তা জিয়াউদ্দিন জানান।