Connecting You with the Truth

সোমালিয়ার গোয়েন্দা সদরদপ্তরে আল-শাবাবের হামলা

urlআল-শাবাব সোমালিয়ার গোয়েন্দা সদরদপ্তরে হামলা করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানায়, রোববার রাজধানী মোগাদিসুতে অবস্থিত গোয়েন্দা দপ্তরে জঙ্গিরা বোমা বিস্ফোরণ ও গুলিবষর্ণ করেছে।

পরে নিরাপত্ত‍া বাহিনীর সঙ্গে আল-শাবাব কর্মীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। এতে কমপক্ষে ৭ জঙ্গি নিহত হয়। তবে নিরাপত্তা বাহিনীর কেউই হতাহত হয়নি। 

আহমেদ হুসেন নামে এক পুলিশ কর্মকর্তা হামলার সত্যতা শিকার করে আল-জাজিরাকে জানায়, গোয়েন্দা সদর দপ্তরের কাছেই আটক জঙ্গিদের ‘সেল’ রয়েছে। তাদের ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়। তবে তারা ব্যর্থ হয়েছে। 

এর আগে জুলাইতে এই মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনে হামলা চালায় জঙ্গিরা। 

Comments
Loading...