আন্তর্জাতিক

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তাদের সেনাবাহিনী। সোমবার এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি। এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা অভিযানের ফলাফল পর্যালোচনা করছি এবং সময়মতো আরো তথ্য জানানো হবে।” তার এই বিবৃতির বাইরে পূর্ব আফ্রিকার দেশটিতে চালানো যুক্তরাষ্ট্রের অভিযান সম্পর্কে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। সিবিএস নিউজের পূর্ব আফ্রিকা প্রতিনিধি ডেভিড মার্টিন জানিয়েছেন, অভিযানটি বিমান হামলা ছিল এবং কোনো স্থল অভিযান চালানো হয়নি। রোববার সোমলিয়ার রাজধানী মোগাদিসুর গোয়েন্দা দপ্তরে ও একটি কারাগারে গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে বন্দিদের মুক্ত করার চেষ্টার করে আল শাবাব জঙ্গিরা। এরপর রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। লড়াইয়ে সব হামলাকারীসহ মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সোমালি কর্মকর্তারা। আল কায়েদার অনুমোদিত একটি ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠি আল শাবাব। সোমালিয়ায় কঠোর ধারার ইসলামি শাসন কায়েম করার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা শাসন করেছে গোষ্ঠিটি। কিন্তু আফ্রিকার শান্তিরক্ষী বাহিনী মোগাদিসুতে অবস্থান নেয়ার পর থেকে তারা শক্ত বাধার সম্মুখীন হচ্ছে। চলতি বছর আল শাবাবের দখলে থাকা বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করেছে আফ্রিকীয় ও সোমালি বাহিনী। তারপরও দেশটির দক্ষিণের বিশাল গ্রামীণ এলাকা ও কয়েকটি শহর এখনও দখল করে রেখেছে জঙ্গিগোষ্ঠিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version