সৌদি প্রিন্সের গাড়িতে ছিনতাই!
ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি আরবের যুবরাজের (প্রিন্স) গাড়িতে হামলা চালিয়ে আড়াই লাখেরও বেশি ইউরো (প্রায় ৩ লাখ ৩৫ লাখ মার্কিন ডলার) ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এসময় যুবরাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিনতাই করে নিয়ে যায় তারা। ফরাসি পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর সোমবার এ খবর জানিয়েছে। তবে, ওই যুবরাজের পরিচয় জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, সৌদি দূতাবাস থেকে লা বার্গেট বিমানবন্দরে যাওয়ার সময় প্যারিসের উত্তরাঞ্চলের পোর্তে দ লা চ্যাপেল এলাকায় স্থানীয় সময় রোববার বিকেলে যুবরাজের গাড়িতে এ হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, এখন পর্যন্ত এ হামলায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি। পুলিশ ধারণা করছে, সচরাচর এ ধরনের হামলার ঘটনা ঘটে না বলে এটি পূর্বপরিকল্পিত।