Connecting You with the Truth

সৌরভ গাঙ্গুলি দোষী ভাবলো ধোনিকে

s-14
চন্দরপল
ইংল্যান্ড সফরে একমাত্র টি-টোয়েন্টিতে তিন রানে হেরে গেছে সফরকারী ভারত। আর এ হারের জন্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এজবাস্টনের সে ম্যাচে শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। শেষ ওভার করার জন্য স্বাগতিকদের হয়ে আসেন ক্রিস ওকস। সে ওভারে দুই বার সিঙ্গেল রান নেওয়ার সুযোগ থাকলেও ব্যাটিং স্ট্রাইকে থাকা ধোনি রান নেন নি। তবে, প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন ধোনি। দ্বিতীয় বলে দুই রান নেন তিনি। তৃতীয় বলে এক রান নেওয়া সম্ভব হলেও নেন নি ভারতীয় অধিনায়ক। চতুর্থ বলে চার মেরে বলকে মাঠ ছাড়া করেন তিনি। পঞ্চম বলে আবার এক রান নেওয়ার সুযোগ থাকলেও নেন নি।
তাই, শেষ দুই বলে ভারতের প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু এক রানের বেশি নিতে পারেন নি ধোনি। শেষ ওভারে ধোনির নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ধোনি যা করেছে সেটা ঠিক ছিল না। ভারতের হারের জন্য সেই দায়ী। ধোনি একজন মানুষ। সে ভুল করতেই পারে। শচিন টেন্ডুলকার ভুল করত, ভিভ রিচার্ডস ভুল করত। এর আগেও এমন সিদ্ধান্ত নিয়ে সে দলকে জয় পাইয়ে দিয়েছে। তবে, এ ম্যাচটি হারের জন্য সেই দায়ী।’ ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘শেষ ওভারে আমি অন্তত দুটি সিঙ্গেল রানের সুযোগ নষ্ট করেছি। আমি চেয়েছিলাম স্ট্রাইকে থেকে ওভার বাউন্ডারি মারতে। কিন্তু সেটি সম্ভব হয়নি। দিনটি আমাদের ছিল না।’


Comments
Loading...